সম্প্রতি যোগ করলাম

Friday 17 April 2009

যাত্রা-ভঙ্গ - নির্মলেন্দু গুণ


যাত্রা-ভঙ্গ

নির্মলেন্দু গুণ

হাত বাড়িয়ে ছুঁই না তাকে,
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না;
এককে করি দুই।

হেমের মাঝে শুই না যবে
প্রেমের মাঝে শুই।
তুই কেমন করে যাবি?
পা বাড়ালে পায়ের ছায়া,
আমাকে তুই পাবি।

তবু ও তুই বলেস যদি যাই
দেখবি তোর সম্মখে পথ নাই।
তখন আমি একতু ছোব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে
আমার বৈতরণী নায়ে।

নায়ের মাঝে বসব বটে,
না-এর মাঝে শোধ;
হাত দিয়ে তো ছোঁব।

তুই কেমন করে যাবি?

0 comments:

বন্ধুরা সব

  © E-BINODON is part of ebinodon.com E-BINODON NETWORK ebinodon.com 2008

Back to TOP