সম্প্রতি যোগ করলাম

Friday 17 April 2009

নিরুদ্দেশ যাত্রা - রবীন্দ্রনাথ ঠাকুর

নিরুদ্দেশ যাত্রা
রবীন্দ্রনাথ ঠাকুর


আর কতদুরে নিয়ে যাবে মোরে
হে সুন্দরী?
বলো, কোন পার ভিড়িবে তোমার
সোনার তরী
যখনই শুধাই, ওগো বিদেশীনি,
তুমি হাস শুধু, মধুরহাসিনী-
বুঝিতে না পারি, কি জানি কি আছে
তোমার মনে।
নীরবে দেখাও অঙ্গুলি তুলি
অকুল সি উঠিছে আকুলি,
দুরে পশ্চিমে ডুবিছে তপন
গগনকোণে।
কি আছে হেথায়- চলেছি কিসের
অন্বেষণে?

বলো দেখি মোরে, শুধাই তোমায়
অপরিচিতা-
ওই যেথা জ্বলে স্যার কুলে
দিনের চিতা,
ঝরিতেছে জল তরল অনল,
গলিয়া পড়িছে অম্বরতল,
দিকবধু যেন ছলছল আঁখি
অশ্রুজলে,
হোথায় কি আছে আলয় তোমার
র্উমিমুখর সাগরের পার
মেঘচুম্বিত অস্তগিরির
চরণতলে?
তুমি হাস শুধু মুখপানে চেয়ে
কথা না ব'লে।

0 comments:

বন্ধুরা সব

  © E-BINODON is part of ebinodon.com E-BINODON NETWORK ebinodon.com 2008

Back to TOP